বিনোদন ডেস্ক
সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিবেচনা করা হয় গ্র্যামিকে। যেটা প্রতি বছর দিয়ে থাকে মার্কিন প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং অ্যাকাডেমি। আগামী বছরের ফেব্রুয়ারিতে বসছে পুরস্কারটির ৬৬তম আসর। যেটার জন্য প্রকাশ করা হয়েছে চূড়ান্ত মনোনয়ন তালিকা।
এবারের মনোনয়নে নারী শিল্পীদের জয়জয়কার। বেশিরভাগ ক্যাটাগরিতেই নারী শিল্পীরা জায়গা করে নিয়েছেন, কেউ কেউ আবার রেকর্ডও গড়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) রাতে মনোনয়নের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে গ্র্যামি কর্তৃপক্ষ।
এই আসরে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছেন এসজেডএ বা সোলানা ইমানি রোয়ি। ৩৪ বছর বয়সী এই গায়িকা অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ারসহ পপ, মেলোডিক র্যাপ ও ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি ক্যাটাগরিতে চমক দেখিয়েছেন।
তবে নতুন এক রেকর্ডের খাতায় নিজের নাম লিপিবদ্ধ করিয়েছেন পপ তারকা টেইলর সুইফট। ‘অ্যান্টি-হিরো’ গানের জন্য সং অব দ্য ইয়ার ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন তিনি। এ নিয়ে মোট ৭বার এই ক্যাটাগরিতে মনোনয়ন পেলেন সুইফট। কণ্ঠশিল্পী ও গীতিকার হিসেবে এর আগে সর্বোচ্চ ৬ বার এই ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়ার রেকর্ড ছিল স্যার পল ম্যাককার্টনি ও লিওনেল রিচির দখলে।
শুধু সেরা গান নয়, টেইলর সুইফট জায়গা করে নিয়েছেন অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ারসহ প্রধান বিভাগগুলোতে। এসব ক্যাটাগরিতে আরও আছেন অলিভিয়া রদ্রিগো, মাইলি সাইরাসের মতো তারকা শিল্পীরা।
গ্র্যামিতে ১১টি ক্ষেত্রে মোট ৯৪টি বিভাগ রয়েছে। ফলে মনোনয়নের তালিকাও অনেক লম্বা। সেখান থেকে উল্লেখযোগ্য কিছু মনোনয়ন তুলে ধরা হলো এখানে:
রেকর্ড অব দ্য ইয়ার: জন বাতিস্তে, বয়জিনিয়াস, মাইলি সাইরাস, বিলি আইলিশ, ভিক্টোরিয়া মনেট, অলিভিয়া রদ্রিগো, টেইলর সুইফট, এসজেডএ।
অ্যালবাম অব দ্য ইয়ার: জন বাতিস্তে, বয়জিনিয়াস, মাইলি সাইরাস, লানা ডেল রে, জেনেলে মোনা, অলিভিয়া রদ্রিগো, টেইলর সুইফট, এসজেডএ।
সং অব দ্য ইয়ার: লানা ডেল রে, টেইলর সুইফট, জন বাতিস্তে, ডুয়া লিপা, মাইলি সাইরাস, এসজেডএ, অলিভিয়া রদ্রিগো, বিলি আইলিশ।
বেস্ট নিউ আর্টিস্ট: গ্র্যাসি আব্রামস, ফ্রেড এগেইন, আইস স্পাইস, জেলি রোল, কোকো জোনস, নোয়া কাহা, ভিক্টোরিয়া মনেট ও দ্য ওয়ার অ্যান্ড ট্রিটি।
প্রডিউসার অব দ্য ইয়ার-নন ক্লাসিক্যাল: জ্যাক অ্যান্টোনফ, ডার্নস্ট ডি’মাইল এমিলি, হিট-বয়, মেট্রো বুমিন, ড্যানিয়েল নিগ্রো।
সংরাইটার অব দ্য ইয়ার-নন ক্লাসিক্যাল: এগার ব্যারেরা, জেসি জো ডিলন, শেন ম্যাকঅ্যানালি, থেরন থমাস, জাস্টিন ট্র্যান্টার।
বেস্ট পপ সলো পারফর্মেন্স: মাইলি সাইরাস, দোজা ক্যাট, বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগো, টেইলর সুইফট।
বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফর্মেন্স: মাইলি সাইরাস ফিচারিং ব্র্যান্ডি চার্লি, লানা ডেল রে ফিচারিং জন বাতিস্তে, লেব্রিন্থ ফিচারিং বিলি আইলিশ, টেইলর সুইফট ফিচারিং আইস স্পাইস, এসজেডএ ফিচারিং ফোয়েব ব্রিজারস।
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: কেলি ক্লার্কসন, মাইলি সাইরাস, অলিভিয়া রদ্রিগো, এড শিরান, টেইলর সুইফট।
বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং: অ্যাফেক্স টুইন, জেমস ব্লেক, ডিসক্লোজার, রমি অ্যান্ড ফ্রেড অ্যাগেইন, স্ক্রিলেক্স, ফ্রেড অ্যাগেইন…অ্যান্ড ফ্লোডান।
বেস্ট পপ ড্যান্স রেকর্ডিং: ডেভিড গুয়েত্তা, অ্যানে-ম্যারি অ্যান্ড কই লেরে; ক্লেভিন হ্যারিস ফিচারিং এলি গোল্ডিং; কাইলি মিনোগ; বেবে রেক্সা অ্যান্ড ডেভিড গুয়েত্তা; ট্রোয়ে সিভান।
বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক মিউজিক অ্যালবাম: জেমস ব্লেক, দ্য কেমিকেল ব্রাদারস, ফ্রেড অ্যাগেইন, কেএক্স৫, স্ক্রিলেক্স।
বেস্ট রক পারফর্মেন্স: আর্কটিক মাঙ্কিস, ব্ল্যাক পুমাস, বয়জিনিয়াস, ফু ফাইটারস ও মেটালিকা।
বেস্ট মেটাল পারফর্মেন্স: ডিস্টার্বড, ঘোস্ট, মেটালিকা, স্লিপনট ও স্প্রিরিটবক্স।
বেস্ট রক সং: অ্যাংরি (দ্য রোলিং স্টোন), ব্যালাড অব আ হোমস্কুলড গার্ল (অলিভিয়া রদ্রিগো), ইমোশন সিকনেস (কুইন্স অব দ্য স্টোন এইজ), নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস), রেসকিউড (ফু ফাইটারস)।
বেস্ট রক অ্যালবাম: বাট হেয়ার উই আর (ফু ফাইটারস), স্টারক্যাচার (গ্রেটা ভ্যান ফ্লিট), ৭২ সিজনস (মেটালিকা), দিস ইজ হোয়াই (প্যারামোর), ইন টাইমস নিউ রোমান… (কুইন্স অব দ্য স্টোন এইজ)।
বেস্ট অল্টারনেটিভ মিউজিক পারফর্মেন্স: অলভেইজ, আর্কটিক মাঙ্কিস, বয়জিনিয়াস, লানা ডেল রে, প্যারামোর।
বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: দ্য কার (আর্কটিক মাঙ্কিস), দ্য রেকর্ড (বয়জিনিয়াস), ডিড ইউ নো দ্যাট দেয়ার’স আ টানেল আন্ডার ওশান ব্লিভড (লানা ডেল রে), ক্র্যাকার আইল্যান্ড (গোরিলাজ), ইনসাইড দ্য ওল্ড ইয়ার ডায়িং (পিজে হার্ভে)।
বেস্ট আরঅ্যান্ডবি পারফর্মেন্স: ক্রিস ব্রাউন, রবার্ট গ্ল্যাসপার ফিচারিং সির অ্যান্ড অ্যালেক্স আইসলে, কোকো জোনস, ভিক্টোরিয়া মোনেট, এসজেডএ।
বেস্ট ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফর্মেন্স: বেবিফেস ফিচারিং কোকো জোনস, কেনন ডিক্সন, ভিক্টোরিয়া মোনেট ফিচারিং আর্থ, উইন্ড অ্যান্ড ফায়ার অ্যান্ড হ্যাজেল মোনেট; পিজে মর্টন ফিচারিং সুজান ক্যারোল; এসজেডএ।
বেস্ট আরঅ্যান্ডবি সং: হ্যালে বেইলি, রবার্ট গ্লাসপার ফিচারিং সির অ্যান্ড অ্যালেক্স আইসলে, কোকো জোনস, ভিক্টোরিয়া মোনেট, এসজেডএ।
বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: ৬ল্যাক, ডিডি, টেরেস মার্টিন অ্যান্ড জেমস ফন্টেরয়, জেনেলে মোনা, এসজেডএ।
বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: বেবিফেস, কোকো জোনস, এমিলি কিং, ভিক্টোরিয়া মোনেট, সামার ওয়াকার।
বেস্ট র্যাপ পারফর্মেন্স: বেবি কিম ফিচারিং কেনড্রিক লামার, ব্ল্যাক থট, ড্রেক অ্যান্ড ২১ স্যাভেজ, কিলার মাইক ফিচারিং অ্যান্ড্রে ৩০০০, কোই লিরে।
বেস্ট মেলোডিক র্যাপ অ্যান্ড পারফর্মেন্স: বার্না বয় ফিচারিং ২১ স্যাভেজ, দোজা ক্যাট, ড্রেক অ্যান্ড ২১ স্যাভেজ, লিল ডার্ক ফিচারিং জে. কোল, এসজেডএ।
বেস্ট র্যাপ সং: দোজা ক্যাট, লিল উজি ভার্ট, ড্রেক অ্যান্ড ২১ স্যাভেজ, কিলার মাইক ফিচারিং অ্যানড্রে ৩০০০।
বেস্ট র্যাপ অ্যালবাম: ড্রেক অ্যান্ড ২১ স্যাভেজ, কিলার মাইক, মেট্রো বুমিন, ন্যাস, ট্রাভিস স্কট।
বেস্ট স্পোকেন ওয়ার্ল্ড পোয়েট্রি অ্যালবাম: কুইন শেবা, প্রেন্টিস অ্যান্ড শাওন উইলিয়াম, কেভিন পাওয়েল, জে. আইভি, আজা মোনেট।
বেস্ট জ্যাজ পারফর্মেন্স: জন বাতিস্তে, অ্যাডাম ব্ল্যাকস্টোন ফিচারিং দ্য বেইলর প্রোজেক্ট অ্যান্ড রাসেল ফেরেন্তে, ফ্রেড হার্শ অ্যান্ড এস্পেরেঞ্জা স্প্যাল্ডিং, সামারা জয়।
বেস্ট জ্যাজ ভোকাল অ্যালবাম: প্যাটি অস্টিন ফিচারিং গর্ডন গুডউইন’স বিগ ফ্যাট ব্যান্ড, ফ্রেড হার্শ অ্যান্ড এস্পেরেঞ্জা স্প্যাল্ডিং, গ্রেচেন পার্লাতো অ্যান্ড লিওনেল লুয়েক, সিসিল ম্যাকলরিন স্যালভান্ত, নিকোল জুরেইটস।
বেস্ট জ্যাজ ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: কেনি ব্যারন, ল্যাকেইসা বেঞ্জামিন, অ্যাডাম ব্ল্যাকস্টোন, বিলি চাইল্ডস, প্যাট মেথেনি।
বেস্ট লার্জ জ্যাজ এসেম্বল অ্যালবাম: এডিডিএ সিমফোনিকা, জোসেপ ভিসেন্ট, এমিলিও সোলা; ড্যারসি জেমস আর্গুয়ে’স সিক্রেট সোসাইটি; দ্য কাউন্ট বেসি অর্কেস্ট্রা ডিরেক্টেড বাই স্কটি বার্নহার্ট; ভিন্স মেনডোজা অ্যান্ড মেট্রোপোল অর্কেস্ট; মিঙ্গুজ বিগ ব্যান্ড।
বেস্ট ল্যাটিন জ্যাজ অ্যালবাম: এলিয়ান এলিয়াস, ইভান লিনস উইথ দ্য টিব্লিসি সিম্ফোনি অর্কেস্ট্রা, ববি সানাব্রিয়া মাল্টিভার্স বিগ ব্যান্ড, লুসিয়ানা সুজা অ্যান্ড ট্রিও কোরেন্ট, মিগুয়েল জেনন অ্যান্ড লুইস পারদোমো।
বেস্ট অল্টারনেটিভ জ্যাজ অ্যালবাম: আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলি; লুইস কোল; কার্ট ইলিং, চার্লি হান্টার, সুপারব্লু; কোরি হেনরি; মিশেল ডেজেওসেলো।
বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: লিজ ক্যালাওয়ে, রিকি লি জোণস, লফে, পেন্টাটনিক্স, ব্রুস স্প্রিনস্টিন, সনধেইম আনপ্লাগড (দ্য এনওয়াইসি সেশনস), ভোলিউম-৩।
বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: বেলা ফ্লেক, জাকির হুসাইন, এগার মেয়ের, ফিচারিং রাকেশ চৌরাসিয়া; হাউজ অব ওয়াটারস, বব জেমস, জুলিয়ান লেজ, বেন ওয়েনডেল।
উল্লেখ্য, আগামী বছরের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে গ্র্যামি তুলে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :