টিভি থেকে সরে দাঁড়ালেন কপিল!


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ২:২৯ অপরাহ্ন /
টিভি থেকে সরে দাঁড়ালেন কপিল!

বিনোদন ডেস্ক

বোকাবাক্সে অনেক হলো কপিল শর্মার ‘বাঁদরামো’। মাঝে লম্বা বিরতি আর নানান বিতর্ক। তবে এবার বুঝি দম নিয়ে ফেরার পালা এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের। যদিও সেটি আর টিভিতে নয়, কপিল ফিরছেন ওটিটি প্ল্যাটফর্ম-এ।

একেবারে নতুন রূপে, নতুন লুকে পুরনো পরিবারকে নিয়ে হাজির হচ্ছেন কপিল শর্মা। আর তাকে দেখে আর খবরটি জেনে রীতিমতো উৎসাহিত ভক্তরা। জানা গেছে, টিভি শাসন করে এবার কপিল গাঁটছড়া বেঁধেছেন নেটফ্লিক্সের সঙ্গে। তার সঙ্গে দেখা যাচ্ছে কৃষ্ণা-কিকু-অর্চনাদের।

সনি টিভিতে ‘দ্যা কপিল শর্মা’ শো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যার কারণে দর্শকরাও নতুন সিজনের জন্য অপেক্ষা করছিলেন। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়েছেন কপিল শর্মা। ঘোষণা দিয়েছেন নতুন শোয়ের। তার এবারের শো খানিক আলাদা ধরনের হবে, ইতিমধ্যে কপিল যার ইঙ্গিত দিয়েছেন প্রোমোর মাধ্যমে।

নতুন কমেডি শোয়ের কথা ঘোষণা করে ইনস্টাগ্রামে প্রোমো শেয়ার করেছেন কপিল শর্মা। যেখানে শোয়ের পুরানো তারকা কাস্টকে কপিল শর্মার সঙ্গে দেখা গিয়েছে। এই প্রোমোতে, কপিল শর্মার সঙ্গে একজন সেক্রেটারি দেখা যাচ্ছে, যাকে তিনি বাড়ি থেকে পুরানো জিনিসপত্র বের করতে বলেছেন। ফ্রিজ খুলতেই ভেতরে মিষ্টি খেতে দেখা যায় অর্চনা পুরাণ সিংকে। এর পরে, প্রোমোতে কিকু শারদা একটি বাক্স থেকে বেরিয়ে আসেন। কৃষ্ণা অভিষেককেও প্রোমোতে দেখা গিয়েছে, তার হাতে কমলালেবু। কপিল শর্মাকে প্রোমোতে বলতে দেখা যায়, ‘এবার কিছুই পুরনো হবে না’। 

অর্থাৎ শোতে অনেক নতুন জিনিস যোগ হবে।

জানা গেছে, এই কমেডি শোটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে। নেটিজেনের কাছ থেকে পজিটিভ প্রতিক্রিয়া আসছে প্রোমো থেকে। বেশ কিছু নেটিজেনের মন্তব্য, ‘ওটিটিতে আসার পর শোটি ১৮ প্লাস হয়ে যাবে!’ কারও মন্তব্য, ‘আমরা সুনীল গ্রোভারকে আশা করেছিলাম, কারণ তিনিও পরিবারের মধ্যে পড়ে, তাই না?’