বিনোদন ডেস্ক
২০২২ সালের ১৯ এপ্রিল। অন্তর্জালে বহুল আকাঙ্ক্ষিত এক বার্তা আসে, যেটা মুহূর্তেই ঝড় তোলে সিনেমাপ্রেমীদের মনে। নন্দিত নির্মাতা রাজকুমার হিরানির নতুন ছবিতে শাহরুখ খান; ছবির নাম ‘ডাঙ্কি’। সেই ঘোষণা ভিডিওতে হিরানির কাছে শাহরুখ জানতে চান, গল্পটিতে রোম্যান্স আছে কিনা। জবাবে নির্মাতা জানান, আছে; তবে তার চিরচেনা পোজটি (দুই হাত মেলে ধরা) দেওয়া যাবে না। শাহরুখও একবাক্যে মেনে নিয়ে বলেন, ‘হাতই কেটে ফেলবো আমি, আপনি শুধু বলুন।’
দেড় বছর পর সেই সিনেমা মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে চলছে প্রচারণা। যেটার অংশ হিসেবে সোমবার (১১ ডিসেম্বর) প্রকাশ করা হয় ‘ডাঙ্কি ড্রপ ৫’। এটি একটি গান। ‘ও মাহি’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। ইরশাদ কামিলের গীতিকবিতায় গানটির সুর-সংগীত করেছেন প্রীতম।
রোম্যান্টিক ধাঁচের গানটি প্রশংসা পাচ্ছে দেদার। ছুঁয়ে যাচ্ছে শ্রোতাদের মন। কিন্তু বিপত্তি হলো চিত্রায়নে। যেখানে দেখা যায়, শাহরুখ তার সেই চিরচেনা হাত মেলে ধরা পোজটি দিয়েছেন! এর সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনা করছেন। শাহরুখ তার কথার বরখেলাপ করেছেন বলেও অভিযোগ কারও কারও।
তবে গানটির ভিডিও একটু খেয়াল করলেই এর পেছনের ঘটনা বোঝা যায়। ভিডিওর নিচে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে, ‘এটি কেবল প্রচারণার জন্য বানানো; সিনেমায় অন্য একটি ভার্সন রয়েছে’। অর্থাৎ শাহরুখের হাত মেলে ধরার সেই দৃশ্য সিনেমায় দেখা যাবে না।
এদিকে ‘ও মাহি’ গানটি শেয়ার করে শাহরুখ বলেছেন, ‘ভালোবাসা প্রকাশ করতে আমরা দেরি করে ফেলি। কখনও আমরা সুযোগ পাই না, কখনও ভাষা খুঁজে পাই না। এই গানটি সেসব প্রেমীর জন্য, যারা এমনটা অনুভব করেন। সুতরাং, বলে ফেলুন এখনই, আজ, কাল, প্রতিদিন। এটাকে আপনাদের ভালোবাসার গান বানিয়ে নিন।’
গানটির দৃশ্যে দেখা যায়, মরু অঞ্চল পাড়ি দিচ্ছেন শাহরুখ ও তাপসী পান্নু। তাদের গন্তব্য লন্ডন। কিন্তু অবৈধ পথে, অসংখ্য বাধা-বিপদ পেরিয়ে তারা সেই গন্তব্যে পৌঁছাতে পারেন কিনা, তা দেখা যাবে সিনেমায়। আপাতত গানটিকে মুগ্ধতায় গ্রহণ করছে দর্শক-শ্রোতারা। মাত্র ২০ ঘণ্টায় ইউটিউবে এর ভিউ ছাড়িয়েছে ১৪ মিলিয়ন।
উল্লেখ্য, প্রচারণা ব্যয়সহ ‘ডাঙ্কি’র বাজেট ১২০ কোটি রুপি। এতে শাহরুখ খান ও তাপসী পান্নুর সঙ্গে আছেন ভিকি কৌশল, বোমান ইরানি, ধর্মেন্দ্র, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার, দিয়া মির্জা, সতীশ শাহ প্রমুখ। আগামী ২১ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।
আপনার মতামত লিখুন :