ঢাকাই নির্মাতার ‘মানুষ’ দেখে কী বলছে কলকাতার দর্শক


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ১:০০ অপরাহ্ন /
ঢাকাই নির্মাতার ‘মানুষ’ দেখে কী বলছে কলকাতার দর্শক

বিনোদন ডেস্ক

ঢাকার একজন নির্মাতাকে দিয়ে নির্মিত হলো টলিউডের সিনেমা; এমনটা প্রথম ঘটলো। আর সেই অসামান্য সূচনা করেছেন সঞ্জয় সমদ্দার। তার পরিচালনায় ‘মানুষ’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার জিৎ। সঙ্গে আছেন হালের আলোচিত অভিনেতা জীতু কমল ও অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও ছবিটিতে অভিনয় করেছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পেয়েছে ‘মানুষ’। এরপর থেকেই মিলছে ইতিবাচক সাড়া। দর্শক থেকে সমালোচক, প্রায় সকলেই ছবিটির প্রশংসা করছেন।

পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম সংবাদ প্রতিদিনে ‘মানুষ’কে ৫-এর মধ্যে ৪ রেটিং দেওয়া হয়েছে। সেই সঙ্গে ছবিটি সম্পর্কে সমালোচক সুপর্ণা মজুমদার লিখেছেন, ‘ড্রাগ মাফিয়া, অসহায় বাবা, আর বেঁচে থাকার লড়াইয়ের কথা বলে জিতের এই সিনেমা। যেখানে অ্যান্টি-হিরো জীতু কমল।’

নির্মাতাকে নিয়ে সমালোচকের বক্তব্য এরকম, ‘টক-ঝাল-মিষ্টি, সবরকম স্বাদের মিশেলে পুরোপুরি বাণিজ্যিক সিনেমা তৈরি করেছেন তিনি।’   

এদিকে হল থেকে বের হওয়া দর্শকের মুখেও ‘মানুষ’র প্রশংসা শোনা যাচ্ছে। হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে কিছু দর্শকের প্রতিক্রিয়া উঠে এসেছে। কেউ বলেছেন, “যোদ্ধা’ ছবিতে অনেকদিন আগে জিৎ দা আর মিঠুনদাকে এরকম টানটান অভিনয় করতে দেখেছিলাম। এখানেও তাই হলো। একবার জিৎ দা সংলাপ বলছে, একবার জীতু। অসাধারণ লেগেছে অভিনয়।’’

আরেক দর্শকের মতে, “এই ছবির সবচেয়ে বড় ইউএসপি (মূল শক্তি) এর গল্প। ‘মানুষ’ শুরু হওয়ার পর জিৎ দা হাসিয়েছে, তারপর মারপিট। আর বিরতির পর থেকে তো ভরপুর ইমোশন।’’

শুক্রবার (২৪ নভেম্বর) আরও তিনটি সিনেমা মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। সেগুলো হলো ‘বগলা মামা’, ‘কুরবান’ ও ‘একটু সরে বসুন’। তবে ‘মানুষ’ ছবিটিই বেশি দর্শক টানছে বলে জানাচ্ছে সেখানকার গণমাধ্যমগুলো।