‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক


Assroy প্রকাশের সময় : মে ৩, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন /
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক

বিনোদন রিপোর্ট

প্রীতম হাসান মানেই চমক অথবা সফলতা। কণ্ঠশিল্পী হিসেবে যেমন, সংগীত পরিচালক হিসেবেও তেমন। যেন সমানে সমান। গত বছর ঠিক এই সময়ে প্রকাশ হয়েছিল প্রীতমের ‘দেওরা’ গানটি। যা কোক স্টুডিও বাংলা’র অন্যতম হিট গানের স্বীকৃতি পেয়েছে।

এবার (৩ মে) একই প্ল্যাটফর্মে প্রকাশ হলো নতুন গান ‘মা লো মা’। তার সঙ্গে এতে আছেন সাগর দেওয়ান, আরিফ দেওয়ান ও আলী হাসান। 

দেহতত্ত্বের নতুন এই গান দর্শক-শ্রোতাদের নিয়ে যায় জীবন ও নিজেকে আবিষ্কারের এক অনন্য যাত্রায়। অনুমান করা যায়, এই গানটিও ছুঁয়ে যাবে ‘দেওরা’র সফলতা।  

এবারের গানটিতে প্রীতম মূলত কাজ করেছেন সংগীত প্রযোজক হিসেবে। কণ্ঠে ছিলেন দেওয়ান পরিবারের দুই সদস্য সাগর দেওয়ান এবং আরিফ দেওয়ান। জানা গেছে, তাদের পূর্ব পুরুষই ‘মা লো মা ঝি লো ঝি’ গানটির মূল রচয়িতা। যা এবার নতুন মাত্রা পেলো প্রীতমের সংগীত পরিচালনা আর আলী হাসানের র‌্যাপের সুবাদে।

প্রীতম হাসানের ভাষায়, ‘‘মা লো মা’ শুধুই একটি গান নয়। সব বয়সের দর্শক-শ্রোতা এই গানের সঙ্গে একাত্ম হতে পারেন। নিজেকে গ্রহণ করে নেওয়া আর বিকাশের যাত্রার মধ্যে যে সৌন্দর্য আছে, গানটি সবাইকে সেকথাই মনে করিয়ে দেবে বলে আমার বিশ্বাস।’’

কোক স্টুডিও বাংলা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং স্পটিফাই-এ গানটি মুক্ত রয়েছে।