বিজয় উল্লাসে ১০ ব্যান্ড, সঙ্গে প্রীতম


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ২:১৭ অপরাহ্ন /
বিজয় উল্লাসে ১০ ব্যান্ড, সঙ্গে প্রীতম

বিনোদন রিপোর্ট

একে তো শীত, তার ওপর বিজয়ের মাস। কনসার্টের সুবর্ণ মৌসুম। এই ভরা মৌসুমে একটি কনসার্টের আয়োজন করেছে তান-রাত ইনস্টিটিউট। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে ‘বিজয় উল্লাস’ শীর্ষক এ আসর। 

কনসার্টটিতে দেশের প্রথম সারির পাঁচটি ব্যান্ড পারফর্ম করবে। এগুলো হলো ‘আর্টসেল’, ‘ওয়ারফেজ’, ‘অ্যাশেজ’, ‘মেঘদল’ ও ‘অ্যাভয়েড রাফা’। এছাড়াও গান করবে ‘ওয়ারসাইট’, ‘ঐন্দ্রজালিক’, ‘অলেখা’, ‘ব্যান্ড হাব’ ও ‘নিভানিয়া’ নামের কয়েকটি সম্ভাবনাময় ব্যান্ড। ব্যান্ডের বাইরে কেবল একজন শিল্পী সলো পরিবেশনায় থাকছেন, তিনি তরুণ তুর্কি প্রীতম হাসান।

এই কনসার্ট অনুষ্ঠিত হবে যমুনা ফিউচার পার্কের ওপেন এয়ার কার পার্কিংয়ে। এটি উপভোগ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। ৫০০ টাকা ও ১ হাজার টাকা, দুই ক্যাটাগরির টিকিট রাখা হয়েছে।

‘নো দ্য হিস্টোরি, সেলিব্রেট দ্য ভিক্টোরি’ স্লোগানের এই কনসার্টের বিষয়ে জানাতে সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত হয়ে যমুনা গ্রুপের সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মদ আলমগীর আলম বলেন, ‘এই কনসার্টের মাধ্যমে তরুণরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, আরেক দিকে তারা বাঙালি জাতীয়তাবোধে উজ্জীবিত হবে। আমি কনসার্টটির সাফল্য কামনা করি।’

এদিকে কনসার্টে অংশ নিতে যাওয়া ব্যান্ডের সদস্যরাও বেশ উচ্ছ্বসিত। বিজয়ের ৫২তম উদযাপনে তারা অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ভক্তদের আহ্বান জানিয়েছেন কনসার্টে এসে কণ্ঠ মেলাতে। 

আয়োজকরা জানান, কনসার্টের গেট খোলা হবে শুক্রবার সকাল ১১টায়। দুপুর ১টার পর আর কেউ প্রবেশ করতে পারবেন না।