বিয়ের ঘোষণা নোবেলের, প্রতিক্রিয়াহীন কনে!


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১২:০২ অপরাহ্ন /
বিয়ের ঘোষণা নোবেলের, প্রতিক্রিয়াহীন কনে!

বিনোদন রিপোর্ট

কণ্ঠের জোর দিয়ে পরিচিতিটা পেয়েছিলেন ঠিক। কিন্তু তা ধরে রাখতে পারেননি। বরং নানা বিতর্কে নিজেকে ছাপিয়ে গেছেন বারংবার। তিনি মাইনুল আহসান নোবেল। কখনও তার নেশাগ্রস্থ ছবি হয়েছে ভাইরাল, কখনও গুণীজনদের নিয়ে বিস্ফোরক মন্তব্য, আবার কখনও প্রাক্তন স্ত্রী সালসাবিলের সঙ্গে ঝামেলার জেরে সমালোচনার আগুন জ্বালিয়েছেন।

মাঝে কিছু দিন ছিলেন আলোচনার বাইরে। তবে সোমবার (২০ নভেম্বর) ফের তাকে ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। এবার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন এই গায়ক। তার স্ত্রীর নাম ফারজান আরশি। এ দিন আরশির সঙ্গে তোলা একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে ফেসবুকে বিয়ের বার্তা দেন নোবেল।

যদিও আরশির ফেসবুক হ্যান্ডেলে নোবেলের সঙ্গে কোনও ছবি কিংবা বিয়ে সংক্রান্ত কোনও পোস্ট দেখা যায়নি। শুধু তাই নয়, নোবেলের পোস্টটিতে তাকে ট্যাগ করা হলেও সেটি নিজের ওয়ালে গ্রহণ করেননি আরশি। তাই বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা দেখা দিয়েছে নেটিজেনদের মনে।

জানা গেছে, এটি আরশিরও দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি খুলনার ফুড ভ্লগার নাদিম আহমেদকে বিয়ে করেছিলেন। ২০১৪ সাল থেকে তাদের প্রেম ছিল। এরপর ২০২১ সালের ৮ জানুয়ারি তারা বিয়ে করেন। কিন্তু সেই সংসার কিছু দিন আগে ভেঙে গেছে।

শোনা যাচ্ছে, নোবেলের সঙ্গে প্রেমের জেরেই নাদিমকে ডিভোর্স দিয়েছেন আরশি। গত ১২ অক্টোবর নাদিমের জন্মদিনেও একান্ত ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আরশি। ফলে অনুমান করা যায়, মাস খানেকের মধ্যেই তারা আলাদা হয়েছেন।

গেলো মে মাসে প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিলেন নোবেল। এরপর জামিনে বের হয়ে নিজের জেলা গোপালগঞ্জে যান। ওই সময়েই নাকি সোশ্যাল মিডিয়ায় খুলনার তরুণী ফারজান আরশির সঙ্গে তার পরিচয় ঘটে। এরপর সেই সম্পর্ক গাঢ় হয়। নোবেলের দাবি অনুসারে, যা শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে।

উল্লেখ্য, ২০১৮৫ সালে কলকাতার সংগীত বিষয়ক রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন। এর পরের বছর মেহরুবা সালসাবিল মাহমুদকে বিয়ে করেন তিনি। ভালোবাসার সেই বিয়ে গেলো মে মাসে আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে।