বিনোদন ডেস্ক
গুঞ্জন ছিল প্রেমের। তাও অনেক দিনের। সেই গুঞ্জনে সিলমোহর দেন গেলো নভেম্বরে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য বিনিময়ে বুঝিয়ে দেন, তারা ডুবে আছেন প্রেমসমুদ্রে। সেই ঘটনার মাস না গড়াতে এবার দিলেন বিয়ের ইঙ্গিত।
বলা হচ্ছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও তার প্রেমিক শিখর পাহাড়িয়ার কথা। কৈশোর থেকেই তাদের বন্ধুত্ব। মাঝে একাধিক অভিনেতার সঙ্গে জাহ্নবীর সম্পর্ক হয়েছিল বটে, কিন্তু টেকেনি। ফলে চেনা বন্ধুর কাছেই ফিরেছেন মনের আকুতি নিয়ে।
জাহ্নবী-শিখরের সম্পর্ক যে পরিণতির দিকে এগোচ্ছে, তা সহজেই মিলিয়ে নিচ্ছে নেটিজেনরা। সম্প্রতি তারা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিখ্যাত উজ্জয়ন মহাকালী মন্দিরে পূজা দিয়েছেন; একসঙ্গে। তাদের একই উত্তরীয় দিয়ে স্বাগত জানান পুরোহিত। এরপর দুজন পাশাপাশি বসেই প্রার্থনা করেছেন।
প্রশ্ন হতে পারে, পূজা তো যে কেউ দিতে পারে। এতে বিয়ের প্রসঙ্গ আসছে কেন? এর পেছনেও আছে সমীকরণ। কারণ, বিয়ের আগে এই মন্দিরে গিয়েই একসঙ্গে পূজা দিয়েছিলেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এমনকি কিছু দিন আগে বিয়ে হওয়া পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাও এই মন্দিরে পূজা দিয়েছেন। ফলে অনেকেরই ধারণা, জাহ্নবী-শিখরও সেদিকেই এগোচ্ছেন। যদিও তাদের পক্ষ থেকে এখনও সম্পর্ক নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা কিংবা প্রতিক্রিয়া আসেনি।
গেলো নভেম্বরে সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য চালাচালিতে শিখর পাহাড়িয়ার উদ্দেশে জাহ্নবী বলেছিলেন, ‘আমি পুরোটাই তোমার’। সেটা দেখেই তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত হয় নেটিজেনরা।
উল্লেখ্য, মহারাষ্ট্র রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়া। জাহ্নবীর বলিউড অভিষেকের আগে থেকেই তাদের মেলামেশা, বন্ধুত্ব।
পর্দায় জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘বাওয়াল’ সিনেমায়। এটি গত জুলাইতে মুক্তি পেয়েছিল। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘দেভারা’, ‘উলাঝ’ ছবিগুলো।
আপনার মতামত লিখুন :