বিনোদন রিপোর্ট
না ফেরার দেশে পাড়ি জমালেন পরীমণির নানা শামসুল হক গাজী। যিনি আমৃত্যু অভিনেত্রীর সবচেয়ে নিকটজন হয়ে পাশে ছিলেন। কারণ, ছোটবেলায় বাবা-মা হারানোর পর পরীমণি এই নানার কাছেই বড় হয়েছেন।
পরীমণির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত রাত ২টা ১১ মিনিটে (২৪ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামসুল হক গাজী (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
চয়নিকা বলেন, ‘পরীমণির প্রিয় নানুভাই সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। গুলশান আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণির নানুভাইকে নিয়ে যাওয়া হয়েছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে। সেখানেই পরীর নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।’
বলা দরকার, শেষ কয়েক বছর পরীমণির জীবনে বয়ে যাওয়া সব ঝড়েই পাশে ছিলেন নানা শামসুল হক গাজী। পরীমণিও নানাকে ভালোবাসতেন সর্বোচ্চ মমতায় নিজের সন্তানের আবহে। বলা হয়ে থাকে, পরী তার স্বজনদের মধ্যে একমাত্র নানাকেই পাশে রাখতেন।
আপনার মতামত লিখুন :