রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, পরিবারের প্রতিক্রিয়া জানালেন তৃপ্তি


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ১২:১১ অপরাহ্ন /
রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, পরিবারের প্রতিক্রিয়া জানালেন তৃপ্তি

বিনোদন ডেস্ক

বলিউডের নতুন ছবি ‘অ্যানিমেল’র মূল নায়িকা না হয়েও আলোচনার কেন্দ্রে তৃপ্তি দিমরি। তরুণ এই অভিনেত্রীর সাহসী অভিনয়ে মুগ্ধ দর্শক। বিশেষ করে নায়ক রণবীর কাপুরের সঙ্গে তার একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, সবখানে বিস্তর চর্চা হচ্ছে। তিনি নিজেও এ কাজের অভিজ্ঞতা জানিয়েছেন অকপটে।
 
এবার নিজের মা-বাবার প্রতিক্রিয়া জানালেন তৃপ্তি। রণবীরের সঙ্গে সেই অন্তরঙ্গ দৃশ্য দেখার পর তার মা-বাবা কী বলেছিলেন, খোলাসা করলেন অভিনেত্রী। তিনি বললেন, “তাদের মন্তব্য অনেকটা এরকম ছিল যে, ‘তোমার এটা করা উচিত হয়নি; তবে ঠিক আছে। অভিভাবক হিসেবে তোমার বিষয়টি আমরা অবশ্যই বুঝবো।’ আমি তাদেরকে বলেছি, আমি কোনও অন্যায় করছি না। এটা আমার কাজ এবং যতক্ষণ পর্যন্ত আমি এতে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ বোধ করি, ততক্ষণ পর্যন্ত এতে কোনও সমস্যা দেখি না।”

তৃপ্তি জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজের চরিত্রের ওপর শতভাগ বিশ্বাস করা জরুরি। এবং সেই কাজটিই তিনি করেছেন। 

অ্যানিমেল’-এ তৃপ্তির পারফর্মেন্স নিয়ে যে আলোচনা হচ্ছে, তাতে কিছু দর্শকের আক্ষেপও রয়েছে। কেননা তিনি এর আগে ‘বুলবুল’ ও ‘কালা’র মতো সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন। কিন্তু সে সময় তাকে ঘিরে এতোটা চর্চা হয়নি। ফলে অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণেই এমন আলোচনা- মনে করছেন দর্শকের একাংশ।
 
উল্লেখ্য, ‘অ্যানিমেল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের নায়িকা রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ। গত ১ ডিসেম্বর মুক্তির পর থেকে বিশ্বব্যাপী ছবিটি ইতোমধ্যে ৬৬০ কোটি রুপির বেশি কালেকশন করে ফেলেছে।