অভিনেত্রী হোমায়রা হিমুকে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রাত ৮টায় ওই মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন এবং স্থানীয় লোকজন অংশ নেন।
রাত ৭টায় অ্যাম্বুলেন্সে তার মরদেহ নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গো-হাটা সংলগ্ন এলাকায় আনা হয়। স্বজনরা মরদেহ দেখার পর রাত ৭টা ২০ মিনিটের দিকে জানাজার স্থানে নেওয়া হয়। পরে বাদ এশা জানাজার নামাজ পড়ান ওই মসজিদের ইমাম।
হোমায়রা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু বলেন, ‘লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী জামে মসজিদের সামনে রাত সোয়া ৮টার পর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়। এটি তার নানার এলাকা। দাদার বাড়ি চাঁদপুরের মতলবে। তবে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতো সে। মা শামিম আরা চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। হিমু বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা প্রকৌশলী সানা উল্লাহ দুই মাস আগে মারা যান। মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার মায়ের সঙ্গে তার বাবার সম্পর্ক ছিল না। হিমু যখন ছোট ছিল, তখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে।’
প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় নিজ বাসায় অভিনেত্রী হোমায়রা হিমুর অস্বাভাবিক মৃত্যু হয়। হিমু মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নাট্যজগতে প্রবেশ করেন। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয় করেন তিনি।
আপনার মতামত লিখুন :