সিনেমায় তালাকপ্রাপ্ত নারীর লড়াই, মুম্বাইতে পুরস্কৃত


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ৩:২৮ অপরাহ্ন /
সিনেমায় তালাকপ্রাপ্ত নারীর লড়াই, মুম্বাইতে পুরস্কৃত

বিনোদন রিপোর্ট

পরিবারের চাপে এক প্রবাসীকে বিয়ে, এরপর বিদেশ যাত্রা। কিন্তু সংসার জীবনের অত্যাচার সহ্য করতে না পেরে দেশে পালিয়ে এসে নিজের মতো করে বেঁচে থাকার লড়াইয়ে নামা। এমনই এক হার না মানা নারীর গল্পে নির্মিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। বানিয়েছেন লীসা গাজী। যেটা সম্প্রতি অনুষ্ঠিত জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসব-২০২৩-এ পুরস্কার পেয়েছে।

গত ২৭ অক্টোবর শুরু হয়েছিল উৎসবটি। চলেছে ৫ নভেম্বর অব্দি। এতে সাউথ এশিয়া কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের ছবিটি। এই পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন আদিত্য শ্রীকৃষ্ণ, ভারতী প্রধান ও স্তুতি ঘোষ।

ছবিটি নিয়ে নির্মাতা লীসা গাজী বলেন, ‘এটা আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। এর গল্প দীপা নামের একজন তালাকপ্রাপ্ত তরুণীকে ঘিরে এগিয়েছে। নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়া দীপাকে দুঃসাহসী এক নারীসত্তা হিসেবে হাজির করে। নব্বই দশকের বাংলাদেশে একজন তালাকপ্রাপ্ত নারী হিসেবে আমি নিজেও প্রচুর সামাজিক কুসংস্কার ও অন্যায়ের শিকার হয়েছি। এসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও যে সব নারীরা নিজেদের চলার পথ নিজেরা তৈরি করেন, তাদের সাহস এবং আবেগমথিত জটিল গল্পগুলো সবসময়ই আমাকে উদ্বুদ্ধ করেছে। তাই তাদের গল্পই আমি বলতে চেয়েছি।’

‘বাড়ির নাম শাহানা’ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। তিনি বললেন, ‘একজন নারী, যে নিজের জন্য লড়ে যায়, তার বিভিন্ন দিক অন্বেষণ করা- প্রথমবারের মতো আমার জন্য একজন সহ-চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবে খুবই রোমাঞ্চকর এক অভিজ্ঞতা ছিলো।’

ছবিটিতে আরও আছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী, মুগ্ধতা মোর্শেদ ঋদ্ধি, আমিরুল হক চৌধুরী, নাইলা আজাদ, আরিফ ইসলাম, নাইমুর রহমান আপন, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। গুপী বাঘা প্রডাকশনের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ।