স্কুইড গেম: ইনজুরিতে পড়ায় প্রতিযোগীদের ক্ষতিপূরণ দাবি


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ২:২২ অপরাহ্ন /
স্কুইড গেম: ইনজুরিতে পড়ায় প্রতিযোগীদের ক্ষতিপূরণ দাবি

বিনোদন ডেস্ক

নেটফ্লিক্সের নতুন রিয়েলিটি সিরিজ ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ প্রতিযোগীদের অভিযোগ, এতে অংশ নিতে গিয়ে ইনজুরিতে পড়েছেন তারা। সেজন্য ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। তাদের প্রতিনিধি হিসেবে কাজ করছে দৈহিক ইনজুরি সংক্রান্ত ব্রিটিশ আইনি সংস্থা এক্সপ্রেস সলিসিটরস।

জানা গেছে, প্রতিযোগিতায় জেতার জন্য শুটিংয়ে ঠান্ডায় ঘণ্টার পর ঘণ্টা স্থির থাকতে গিয়ে হাইপোথার্মিয়া (শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া) ও স্নায়ুর ক্ষতির মতো ইনজুরিতে ভুগেছেন দুই প্রতিযোগী। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এক্সপ্রেস সলিসিটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল স্লেড এক বিবৃতিতে উল্লেখ করেন, শুটিংয়ে স্বাস্থ্য ও সুরক্ষা মানদণ্ড দুর্বল থাকায় ইনজুরিতে ভুগতে হয়েছে মানুষকে। তিনি বলেন, ‘মজার একটি রিয়েলিটি শোতে অংশ নেওয়ার কথা ভেবেছিলেন অনেকে। তাদের মধ্যে ইনজুরিতে পড়া দুই জন মোটেও আশা করেননি, শারীরিকভাবে এতটা ভুগতে হবে। ঠাণ্ডা তাপমাত্রায় যন্ত্রণাদায়ক অবস্থায় আটকে থাকার কারণে ইনজুরিতে পড়েছেন তারা। আমাদের কাছে অভিযোগ এসেছে, একজন প্রতিযোগী হাইপোথার্মিয়ায় ভুগেছেন। ঠান্ডার কারণে অন্য একজনের দুই হাত বেগুনি বর্ণ ধারণ করেছে।’

এক্সপ্রেস সলিসিটরস কর্তৃপক্ষ উল্লেখ করেছে, দুই প্রতিযোগীর পক্ষে স্টুডিও ল্যাম্বার্টের কাছে ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মামলা দায়েরের আগে এটি প্রথম ধাপ।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নেটফ্লিক্সের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে স্টুডিও ল্যাম্বার্ট। এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন ল্যাম্বার্ট বলেন, ‘প্রত্যেক প্রতিযোগীকে আগেভাগেই সতর্ক করা হয়েছিল যে, ভীষণ ঠান্ডার মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকা অনেক কষ্টসাধ্য হবে। যদিও আমরা তাদের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিয়েছি। এত বিপুল অর্থ পুরস্কার কোনো প্রতিযোগিতায় থাকার অর্থই হলো, এতে সাফল্য পাওয়া দুরূহ। কিছু প্রতিযোগী বাদ পড়ায় অসন্তুষ্ট ছিল। ঠান্ডায় প্রতিযোগিতা করে পেরে ওঠেনি তারা। তবে পরিস্থিতিকে খুব বেশি বেহাল মনে হয়নি আমাদের।’

চলতি বছরের জানুয়ারিতে নেটফ্লিক্স জানায়, শুটিংয়ে শারীরিক অবস্থা কিছুটা অবনতির কারণে তিন প্রতিযোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তবে গুরুতর ইনজুরির গুঞ্জন অসত্য বলে জানায় ওটিটি প্ল্যাটফর্মটি।

হলিউডের সংবাদমাধ্যম ভ্যারাইটি একটি প্রতিবেদনে জানায়, কয়েকজন প্রতিযোগী রিয়েলিটি সিরিজের ঠান্ডা পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন। এরপর অনুষ্ঠানটির নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাজ্যের সরকারি সংস্থা হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ (এইচএসই)। ভবিষ্যতে শুটিংয়ে যেন কোনও ঝুঁকি দেখা না দেয় সেজন্য সঠিক পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করতে বলে সংস্থাটি।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের একজন মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, ‘কোনো প্রতিযোগীই মামলা দায়ের করেননি। আমরা প্রতিযোগীদের স্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখেছি।’

নেটফ্লিক্সের সাড়া জাগানো দক্ষিণ কোরিয়ান ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’ (২০২১) অবলম্বনে এই রিয়েলিটি সিরিজের প্রথম পুরস্কার নগদ ৪৫ লাখ ৬০ হাজার ডলার (৫০ কোটি ২৫ লাখ টাকা)। বিপুল অর্থ জিততে প্রতিদ্বন্দ্বিতায় নামেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪৫৬ জন প্রতিযোগী। এটাই সর্বকালের সবচেয়ে বৃহৎ পুরস্কারের রিয়েলিটি শো। এর শুটিং হয়েছে ইংল্যান্ডের বেডফোর্ড শহরের কার্ডিংটন স্টুডিওসে।

গত ২২ নভেম্বর মুক্তি পাওয়া রিয়েলিটি সিরিজটির প্রথম পর্বের শিরোনাম ‘গ্রিন লাইট, রেড লাইট’। এতে দেখা যায়, ১৩ দশমিক ৭ ফুট উঁচু পুতুল ইয়াং হি দেয়ালের দিকে মুখ ফিরিয়ে গান গাইতে থাকলে প্রতিযোগীরা দৌড় শুরু করেন। গান থামিয়ে পুতুল ঘাড় ঘোরালেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হয় সবাইকে। তখন বিচারকদের চোখে কারো নড়াচড়া ধরা পড়লেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাদ পড়েন তিনি।

এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজের সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়ে রেখেছে নেটফ্লিক্স। চলতি বছরের জুনে ব্রাজিলে অনুষ্ঠিত নেটফ্লিক্সের টুডুম ইভেন্টে এর নতুন মৌসুমের অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। আগের মৌসুমের কয়েকজন অভিনেতা ফিরছেন সিক্যুয়েলে। সেই সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন কয়েকজন। বিশাল আকৃতির পুতুল ইয়াং হি’র প্রেমিক পুতুল চেওল সু থাকছে এবার।

‘স্কুইড গেম’ ওয়েব সিরিজে দেখা যায়, জীবনযুদ্ধে পরাজিত ও ধারদেনায় বিপর্যস্ত ৪৫৬ জন প্রতিযোগীর গল্প। তাদের টাকার লোভ দেখিয়ে মরণপণ খেলায় নামিয়ে দেওয়া হয়। জিতলে বেঁচে থাকার অধিকার আর হারলে মৃত্যু অবধারিত। একপর্যায়ে প্রতিযোগীরা একে অপরকে মেরে ফেলার নির্মম খেলা শুরু করে। শেষ পর্যন্ত জয়ী প্রতিযোগী সাং জি-হান পায় নগদ ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন। দ্বিতীয় মৌসুমেও এ চরিত্রে অভিনয় করবেন লি জং-জে।

সিরিজের মুখোশধারী দ্য ফ্রন্ট ম্যানের ভূমিকায় ফিরছেন লি বায়ুং হান। দ্য ফ্রন্ট ম্যানের ভাই পুলিশ কর্মকর্তা হোয়াং জুন-হো চরিত্রে ফিরছেন ওয়াই হা জুন। বর্গাকার আকৃতির ভাঁজ করা লাল-নীল কাগজ খেলার প্রতিনিধি হিসেবে গং ইয়ু’র ফেরা নিশ্চিত করা হয়েছে। ‘স্কুইড গেম টু’তে যুক্ত হচ্ছেন কোরিয়ান চার অভিনেতা ইম সি-ওয়ান, কাঙ হা নিউল, পার্ক সং হুন এবং ইয়াং দং গেন।

২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তির পর ‘স্কুইড গেম’কে ঘিরে বিশ্বজুড়ে ঝড় ওঠে। প্রথম ২৮ দিনেই ১৬৫ কোটি ঘণ্টা দেখা হয়েছে এই ওয়েব সিরিজ। নেটফ্লিক্সের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাফল্য। তাই এর দ্বিতীয় মৌসুমের জন্য মুখিয়ে আছে সারাবিশ্বের দর্শক। সেই অপেক্ষার অবসান হবে ২০২৪ সালে। কোরিয়ান সিরিজটির দ্বিতীয় মৌসুমও পরিচালনা করছেন হোয়াং ডং হিউক। গল্পকার এবং নির্বাহী প্রযোজক তিনিই।