বিনোদন রিপোর্ট
এটা ইতিহাস বটে, একটি সিরিজ নাটক নির্মাণ হয়ে আসছে গত ২০ বছর ধরে। তারচেয়েও বড় বিস্ময়, বছরে প্রচার হচ্ছে সিরিটির একটি করে পর্ব! ঘটনাটি ঘটছে আবার বাংলাদেশেই।
গত ২০ বছর ধরে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে ‘বাড়ি’ নামের নাটকটি নির্মাণ ও প্রচার করে আসছে চ্যানেল আই। যার ব্যতিক্রম ঘটেনি এবারও। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত সিরিজের ২০তম পর্বের নাম ‘স্মার্ট বাড়ি’। নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।
এ সিরিজের বেশিরভাগ নাটকেই অভিনয় করেছেন আবুল হায়াত। ‘স্মার্ট বাড়ি’তে অভিনয় প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দেশাত্মবোধক নাটকের এমন পথচলার প্রথম থেকেই আমি অভিনেতা ও নির্মাতা হিসেবে জড়িয়ে আছি। এবারের নাটকে আমি ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, রওনক হাসান প্রমুখ। অরুণ চৌধুরী বানিয়েছেন এবারের পর্বটি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
নির্মাতা জানান, ‘স্মার্ট বাড়ি’ প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায় ১৬ ডিসেম্বর রাত ৭টা ৪০ মিনিটে।
আপনার মতামত লিখুন :