আমরা নির্বাচনের জন্য একটি অনূকুল পরিবেশ চাই : মুজিবুল হক চুন্নু এমপি


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন /
আমরা নির্বাচনের জন্য একটি অনূকুল পরিবেশ চাই : মুজিবুল হক চুন্নু এমপি

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার বিষয়ে আমাদের আর কোনো কথা নেই। নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করবেই। এর কোনো বিকল্প নেই। আমাদের কথা একটাই, আমরা নির্বাচনের জন্য একটি অনূকুল পরিবেশ চাই।
আজ বুধবার নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পর এক প্রতিক্রয়ায় তিনি বাসসকে টেলিফোনে এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতায় তফশিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টির করার লক্ষ্যে তফশিলও পরিবর্তন করা যেতেই পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দলীয়ভাবে আমাদের নির্বাচনি প্রস্তুতি রয়েছে। তবে পরিবেশ পরিস্থিতির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। জাতীয় পার্টি ভাঙচুরের রাজনীতি, জ্বালাও-পোড়াওর রাজনীতি করে না। এই রাজনীতিতে জাতীয় পার্টি বিশ্বাসও করে না। তবে আলোচনা করে সমস্যার সমাধান হতে পারে ।