আশ্রয় ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলীয় এজেন্টদের দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এজেন্টরা অনেক সময় অকাজের হোতা হয়ে যায়। ভেতরে বসে দলের প্রতি অতি দরদ দেখাতে গিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করে। এমন এজেন্টের দরকার নেই। দলের সুনাম যেন থাকে, এমন এজেন্ট আমাদের দরকার।’
এজেন্টদের উদ্দেশ করে তিনি বলেন, ‘ভেতরে যারা থাকবেন ভোট দিতে সাহায্য করবেন, কিন্তু ভোট কাকে দেবে সেই নিয়ে প্রভাবিত করবেন না। এটা নিয়ম নয়, নিয়মকানুন মেনে আপনারা দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে আমরা ভালোভাবে করতে চাই। নির্বাচন নিয়ে আমরা বদনাম নিতে চাই না।’
আপনার মতামত লিখুন :