একার পক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়, সবাই মিলে কাজ করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী


Assroy প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৪, ২:৪৬ অপরাহ্ন /
একার পক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়, সবাই মিলে কাজ করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

আশ্রয় ডেস্ক

সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, একার পক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়, সবাই মিলে কাজ করতে হবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,সরকারি কর্মচারীদের জ্ঞান ও দক্ষতার সঙ্গে সেবামূলক মানসিকতা নিয়ে জনগণের সেবা করতে হবে। ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গঠনে কর্মকর্তাদের হতে হবে সক্ষম ।
ব্যক্তিগত দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রা দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে নীতি নৈতিকতা ঠিক রেখে সেবা দেওয়ার মানসিকতা গড়তে হবে। সবার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ নির্মাণে আত্মনিয়োগ করার উপরও গুরুত্বারোপ করেন সমাজকল্যাণমন্ত্রী।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখ।