এবার দাদা-কাকাবাবুদের নীলনকশা কাজে আসবে না: ১২ দল


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন /
এবার দাদা-কাকাবাবুদের নীলনকশা কাজে আসবে না: ১২ দল

আশ্রয় ডেস্ক

১২ দলীয় জোটের নেতারা বলেছেন, এবার দাদা-কাকাবাবুদের নীলনকশা কাজে আসবে না। জনগণের আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনও সময় সরকার পদত্যাগে বাধ্য হবে। আগামী ৭ জানুয়ারী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক নির্বাচন চূড়ান্ত হতে যাচ্ছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফকিরাপুল মোড়, নয়াপল্টন, কাকরাইল এলাকায় ১২ দলীয় জোট আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতারা এসব কথা বলেন। শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এই গণসংযোগ করা হয়।

জোটের শীর্ষ নেতারা বলেন, এই তামাশার নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। দেশের বড়-ছোট প্রায় ৬৪টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। ৭ জানুয়ারি সারা দেশের শূন্য ভোটকেন্দ্রগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাহারায় থাকবে।

গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন– জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম প্রমুখ।