স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গার্মেন্টস সেক্টরে অস্থিরতার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে। রাজনৈতিক ময়দানে ব্যর্থ হয়ে তারা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শ্রমিকদের উসকে দিচ্ছে।
রবিবার (১২ নভেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের অব্যাহত আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ৫৬ শতাংশ মজুরি বাড়িয়েছেন। ৮ হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা করেছেন। তাদের অন্যান্য দাবিগুলোও মালিকরা সমাধান করবেন। তারা তো ব্যবসা করবেন। সমাধান করার ক্ষেত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া ও ভাঙচুর নয়। রাস্তা অবরোধ করে সমাধান হয় না।
তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন নিয়ে আমরা যেসব ভিডিও ফুটেজ পাচ্ছি, তার প্রায়গুলোই বিএনপির অ্যাক্টিভিস্টরা করেছে। দেখা গেছে, কুষ্টিয়ার একজন নেতা কোনাবাড়িতে এসে শ্রমিকদের উৎসাহ দিচ্ছেন। তাদের ঐক্যবদ্ধ করছেন। যাদের আমরা ধরতে পেরেছি- তাদের সবাই বিএনপির অ্যাক্টিভিস্ট। শ্রমিকদের চিন্তা করা উচিত এগুলো করলে নিজেদের যেমন ক্ষতি হয়, দেশেরও ক্ষতি হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি নির্বাচনে জিততে পারবে না। সেটা জেনেই তারা রাজপথে সহিংসতা ও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। বিদেশি প্রভুদের ধরে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, সরকার পাল্টাতে হলে নির্বাচন করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনও সুযোগ নেই। নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সেরা হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিদেশ থেকেও বিশেষজ্ঞরা এসে তাকে চিকিৎসা দিচ্ছেন। কাজেই এখানে চিকিৎসার কোনও ঘাটতি হচ্ছে না।
বিএনপিসহ সমমনা দলগুলোর চলমান অবরোধে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সহিংসতা করছে, বাসে আগুন দিচ্ছে, তারা পার পাবে না। তাদের ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা জ্বালাও-পোড়াও করছেন, তাদের খুঁজে বের করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের জনগণও যথেষ্ট সজাগ হয়েছে। জনগণও তাদের ধরিয়ে দিচ্ছে। অনেক জায়গায় দেখা গেছে, যারা পেট্রোলের বোতল নিয়ে দৌড়াদৌড়ি করছেন, তাদের জনগণ ধরিয়ে দিচ্ছেন। জনগণ যখন ঘুরে দাঁড়াবেন, তখন এগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে।
আপনার মতামত লিখুন :