জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা শুরু


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১২:১৭ অপরাহ্ন /
জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা শুরু

আশ্রয় ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) বিকাল চারটায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের ঘোষণা করার কথা থাকলেও পরে বিকাল সাড়ে ৫টায় নাম ঘোষণা শুরু হয়। প্রার্থীদের হাতে চূড়ান্ত মনোনয়নপত্র দেওয়া হবে সন্ধ্যা সাতটায়।

দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মনোনয়ন ঘোষণা করছেন।

মনোনয়ন ঘোষণা দেরি হওয়ায় কারণ হিসেবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের অনেক ত্যাগী নেতা রয়েছেন। আবার নতুন অনেকেই যোগ্য হয়েছেন, তাদের থেকে বাছাই করা কঠিন হয়ে গেছে। তাই বিলম্ব হয়েছে।’

এর আগে জাতীয় পার্টি অফিসের সামনে দলের বহিষ্কৃত এবং রওশনপন্থি নেতাকর্মীরা মনোনয়নকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন ও জিএম কাদের বিরোধী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, দলে বর্তমানে ত্যাগী নেতাদের জায়গা হচ্ছে না। বিরোধ থাকায় রওশনপন্থি নেতারা নির্বাচিত হবার যোগ্যতা থাকলেও দল থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে।