নতুন প্রজন্ম সন্ত্রাস চায় না, শান্তি চায়: শেখ পরশ


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ১:৩১ অপরাহ্ন /
নতুন প্রজন্ম সন্ত্রাস চায় না, শান্তি চায়: শেখ পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বাংলাদেশের নতুন প্রজন্ম সন্ত্রাস চায় না, শান্তি চায়। ব্যবসায়ীরা শান্তি চায়। বিএনপি-জামায়াত এদেশে শান্তি চায় না। তারা মুক্তিযোদ্ধার সন্তান, পুলিশকে হত্যা করেছে। তারা জনগণের ওপর অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে। তারা এ দেশের মানুষকে শত্রু ভাবে।

রবিবার (১২ নভেম্বর) বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যুবলীগের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও দেশপ্রেমিক সাংবাদিকদের ওপর হামলা ও অবৈধ অবরোধের প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক অবস্থান কর্মসূচি পালিত হয়।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রার মাধ্যমে সারা দেশে একটি বার্তা পৌঁছে গেছে। আপনারা দেখেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সন্ধ্যার পরে গাড়িতে অগ্নিসংযোগ করছে। যখন যুবলীগের নেতাকর্মীরা ঘরে ফিরছে, তারপর থেকেই তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে। তাই আমরাও আমাদের কর্মসূচি ভিন্নতা আনতে চাই।’

আওয়ামী লীগ সবচেয়ে বেশি জনপ্রিয় দল উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে উন্নয়নের অগ্রযাত্রা, যেখানে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত হচ্ছে, যেখানে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে এই সব সন্ত্রাসী জঙ্গি কায়দায় এই ধরনের অপরাজনীতি, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা এদেশের জনগণ থেকে দূরে সরে গিয়ে একেবারে জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী সংগঠনে রূপ নিচ্ছে।’

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। ঢাকা-১৪ আসনের গাবতলী জমিদার বাড়ি-সংলগ্ন মাঠে অবস্থান কর্মসূচিতে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য রাখেন।