নাটকীয়তা শেষে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন /
নাটকীয়তা শেষে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

আশ্রয় ডেস্ক

আওয়ামী লীগের সঙ্গে আসন  ছাড়ের দর কষাকষির নাটকীয়তা শেষে নির্বাচনে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩ আসনে লড়াই করবে দলটি।

রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই ঘোষণা দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক  করতে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি।’ তবে আওয়ামী লীগের সঙ্গে কত আসনে সমঝোতা হয়েছে— সে বিষয়ে কিছুই জানাননি চুন্নু।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কত আসনে ছাড় পাওয়া গেছে বা কত আসন পাবো, এটি আমাদের দলীয় কৌশল। এটি এখানে বলা যাবে না।’

তবে এই ঘোষণার পর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত কয়েকজন দলীয় নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।