আশ্রয় ডেস্ক
গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, নির্বাচনের নামে শেখ হাসিনার নতুন খেলা পৃথিবীর কেউ গ্রহণ করবে না। দেশের ১৮ কোটি মানুষ ইতোমধ্যেই তার প্রতি ঘৃণা প্রকাশ করেছে। তাকে দেশের মাটি থেকে বিদায় দিতে আজ দলমত নির্বিশেষে সব মানুষ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ।
শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে গণফোরাম।
সুব্রত চৌধুরী বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের রাতে ডাকাত দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করেও শেখ হাসিনা সবসময়ই মিথ্যাচার করেন। তিনি বলেন, আমি জনগণ দ্বারা নির্বাচিত। তিনি নিজেও জানেন, মানুষ ভোট দেয়নি। তারপরও বারবার একই কথা বলেন।’
তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি জনবিচ্ছিন্ন তথাকথিত নির্বাচনের দিন আওয়ামী লীগের আরেকবার মৃত্যু হবে। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা সমাজ, সভ্যতা ও মানবিকতা ধ্বংস করছে। রাজপথে জনগণ তাকে জবাব দেবে।’
এ সময় আরও বক্তব্য রাখেন– গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার ইব্রাহীম।
আপনার মতামত লিখুন :