আশ্রয় ডেস্ক
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার অ্যান্দ্রে ওয়াই শুটব।
রবিবার (৭ জানুয়ারি) হোটেল সোনারগাঁতে দিনভর ভোট পর্যবেক্ষণের পর সাংবাদিকদের অভিজ্ঞতা জানান রাশিয়ার কর্মকর্তা।
নির্বাচনের আয়োজন চমৎকার ছিল জানিয়ে রাশিয়ার নির্বাচন কমিশনার জানান, তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উপায়ে হয়েছে।
সামগ্রিকভাবে ভোটের নিরাপত্তা ভালো ছিল এবং সাংবাদিকরা স্বাধীনভাবে খবর সংগ্রহ করতে পেরেছে বলেও জানান তিনি।
কিছু দেশ বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা দেখতে চায়- এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অ্যান্দ্রে ওয়াই শুটব বলেন, সাধারণভাবে বলতে চাই আমরা এক সন্ধিক্ষণে আছি যখন এক মেরু থেকে বহু মেরুকরণ বিশ্বে উত্তরণ ঘটতে চলেছে। বাংলাদেশের ওপর যেকোনও সিদ্ধান্ত বিশ্ব চাপিয়ে দেওয়ার পরিস্থিতি নেই। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, স্বাধীন নীতি গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন :