‘পরাধীনতার শৃঙ্খল’ ভেঙে দেশকে মুক্ত করার অঙ্গীকার এবি পার্টির


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:২১ অপরাহ্ন /
‘পরাধীনতার শৃঙ্খল’ ভেঙে দেশকে মুক্ত করার অঙ্গীকার এবি পার্টির

আশ্রয় ডেস্ক

আলোচনা সভা, প্রতিবাদী গান, শোভাযাত্রা ও জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বর থেকে দলটির বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আলোচনা সভায় এবি পার্টি নেতারা বলেন, আমরা পরাধীনতার শৃঙ্খল নিয়ে স্বাধীনতার ৫২ বছর উদযাপন করছি। এখনও আমাদের সংগ্রাম করতে হচ্ছে ভাতের অধিকার, ভোটের অধিকার, শিক্ষা-চিকিৎসার মতো মৌলিক অধিকার নিয়ে। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার, এবি পার্টির নেতৃত্বে এই পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশকে মুক্ত করবো।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।