আশ্রয় ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রাথমিক মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু। এদিন দলটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১৩ জন মনোনয়ন ফরম কিনেছেন।
অনুষ্ঠানে হাসানুল হক ইনু সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার ও ভুল স্বীকার করে,জনগণের কাছে মাফ চেয়ে,নাকে খত দিয়ে স্বাভাবিক-গণতান্ত্রিক-সাংবিধানিক-নির্বাচনি রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শিরীন আখতার এবং সদস্য রবিউল আলম, মোশারেফ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।
আপনার মতামত লিখুন :