বরিশাল-৪: প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী, বৈধই থাকলেন পঙ্কজ


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন /
বরিশাল-৪: প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী, বৈধই থাকলেন পঙ্কজ

আশ্রয় ডেস্ক

আপিল করেও প্রার্থিতা ফেরত পেলেন না আওয়ামী লীগ মনোনীত শাম্মী আহমেদ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখল নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকের অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয়েছিল বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  শাম্মীর। প্রার্থিতা  ফিরে পেতে আপিল করলে তা না-মঞ্জুর করে নির্বাচন কমিশন।

একই আসনের বৈধ স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে হলফনামার অসত্য তথ্য দেওয়ার অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়েছিলেন শাম্মী। আবেদন মঞ্জুর না হওয়ায় বহাল থাকলো পঙ্কজ দেবনাথের প্রার্থিতা।

শাম্মী আহমেদ এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ-সদস্য পঙ্কজ দেবনাথ পরস্পরের বিরুদ্ধে প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন। পঙ্কজ দেবনাথ তার আবেদনে অভিযোগ করেছেন, শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন। অপরদিকে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন শাম্মী আহমেদ।