বিএনপি নেতাদের সিদ্ধান্তেই ২৮ অক্টোবর হামলার ঘটনা ঘটে: স্বরাষ্ট্রমন্ত্রী


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ১২:১৫ অপরাহ্ন /
বিএনপি নেতাদের সিদ্ধান্তেই ২৮ অক্টোবর হামলার ঘটনা ঘটে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নেতারা ২৮ অক্টোবর মহাসমাবেশে বসে সিদ্ধান্ত দিচ্ছিলেন, সেই সিদ্ধান্তের পরই ঘটনাগুলো ঘটেছে। সে কারণে তারা দায় এড়াতে পারেন না। যদি কেউ নির্দোষ হয়, পুলিশের তদন্তের পর খালাস হবেন, আর না হলে তাদের নামে চার্জশিট হবে।

জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, যেমনটি ২০১৩-১৪ সালে করেছিল। সে রকম ঘটনা আবারও ঘটাতে চাচ্ছে, যার প্রমাণ গত ২৮ অক্টোবরের ঘটনা। সেদিন যারা যারা সেখানে নেতৃত্ব দিয়েছেন, যারা ওখানে অবস্থান করেছেন, কেউই দায় অস্বীকার করতে পারবেন না।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছিল তারা নাইটিঙ্গেল মোড় পার হয়ে এদিকে আসবেন না। ফকিরাপুল মোড়ের থেকে বাইরে যাবেন না। প্রধান বিচারপতির বাসার সামনে হাজার দুয়েক মানুষ আগে থেকেই জটলা শুরু করে দিয়েছিল। উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের শান্তি সমাবেশে যারা যাবে তাদেরকে তারা মারধর করবে। এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য যারা যারা যেখানে ছিলেন, ভিডিও ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে। সেদিন তারা সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মী জড়ো করেছিলেন নয়াপল্টন এবং আশপাশ এলাকায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।