রাজনৈতিক মিত্রদের ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ : বিপ্লব বড়ুয়া


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১:০০ অপরাহ্ন /
রাজনৈতিক মিত্রদের ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ : বিপ্লব বড়ুয়া

আশ্রয় ডেস্ক

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মিত্রদের ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টিকে ২৬ টি ও ১৪ দলীয় জোটের প্রার্থীদের ৬ টি আসনে ছাড় দেয়া হয়েছে।
আজ রোববার নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে বিষয়টি অবগত করার পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান তিনি।
বিপ্লব বড়ুয়া বলেন, ‘তফসিল অনুযায়ী আজ রোববার বিকেল ৪টায় প্রত্যাহারের শেষ সময় ছিল। আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। পরবর্তীতে বাছাইয়ে ৫টি বাতিল হয়েছে। সেসব প্রার্থী উচ্চ আদালতে গিয়েছেন। বর্তমানে আমাদের প্রার্থী ২৯৩টি। মিত্রদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। এছাড়া ১৪ দলের শরীকদের মধ্যে তিনটি দলকে ৬ টি আসন দেয়া হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দু’টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টির জন্য আমরা ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। সবমিলিয়ে ৩২ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত ইলেকশন কমিশনকে ( ইসি) জানাতে এসেছি।’
বিপ্লব বড়ুয়া বলেন, ১৪ দলের শরিকেরা নৌকা মার্কায় ভোটে অংশ নেবেন। আর জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ওইসব আসনে তারা তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবেন।
নির্বাচন কমিশনে আওয়ামী লীগের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলগত ও জোটগতভাবে অংশগ্রহণ করবে মর্মে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছিল। উক্ত চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে, জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কিংবা তাদের স্ব স্ব দলের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে এবং এ বিষয়টি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে। এমতাবস্থায় উল্লেখিত আসনগুলোতে জোটের প্রার্থী থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হলো।’
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর শুরু হবে নির্বাচনী প্রচারণা, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।