সর্বজনীন মানবাধিকার সনদের কোনও নীতিই সরকার মানছে না: এবি পার্টি


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ৩:১৭ অপরাহ্ন /
সর্বজনীন মানবাধিকার সনদের কোনও নীতিই সরকার মানছে না: এবি পার্টি

আশ্রয় ডেস্ক

জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদে স্বাক্ষর করলেও এই সনদের কোনও নীতিই বাংলাদেশের বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকার মানছে না বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের পদত্যাগের দাবিতে ‘কালো পতাকা হাতে প্রতিবাদ ও প্রতীকী অনশন কর্মসূচি’ পালনকালে এ অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এবি পার্টির নেতারা বলেন, মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ের ২৬-৪৭-‘ক’ নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সংবিধান অমান্য করে আওয়ামী লীগ সরকার মত প্রকাশের স্বাধীনতা হরণ, সভা-সমাবেশে বাধাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

তারা বলেন, দেশের মানুষ আজ  ভোট দিতে পারে না। ব্যবসা করতে পারে না। আমরা আমাদের অধিকার চাই। আমরা নিজের ভোট নিজে দিতে চাই। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চাই।

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন— অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএম নাজমুল হক, পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান।