আশ্রয় ডেস্ক
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং একই আসনের বৈধ স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ একে অপরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আপিল শুনানিতে জাহিদ ফারুকের আবেদন মঞ্জুর করেছে ইসি। অপরদিকে সাদিক আবদুল্লাহ’র আবেদন নাকচ হয়েছে। ফলে প্রার্থিতা বহাল রয়েছে জাহিদ ফারুকের। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা এই রায় ঘোষণা করেন।
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার আপিলে দাবি করেন, জাহিদ ফারুক ও তার স্ত্রী-সন্তান আমেরিকার নাগরিক এবং সেখানে বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ তোলেন। হলফনামায় আমেরিকার ফিলাডেলফিয়ায় প্রতিমন্ত্রীর স্ত্রী-সন্তানের সম্পদের তথ্য গোপনের অভিযোগও করেন সাদিক আবদুল্লাহ।
অন্যদিকে, সাদিক আবদুল্লাহর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন জাহিদ ফারুক।
আপনার মতামত লিখুন :