আজ দায়িত্ব নিচ্ছেন সিলেটের মেয়র


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ৮:০৫ পূর্বাহ্ন /
আজ দায়িত্ব নিচ্ছেন সিলেটের মেয়র

সিলেট প্রতিনিধি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দায়িত্ব গ্রহণ করছেন। দুপুর আড়াইটার দিকে নগর ভবনের মেয়রের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এরপর নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।

গত ২১ জুন হয় সিসিক নির্বাচন। সেখানে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে নগর ভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরীর হাতে দায়িত্বভার তুলে দেবেন।

এর আগে বাদ জোহর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলররা হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। সেখানে বিশেষ মোনাজাত শেষে তারা আড়াইটার আগে নগর ভবনে যাবেন।

দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া চেয়েছেন। তিনি বলেন, আধ্যাত্মিক নগরীর সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি ধন্য। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নেও সবার সহযোগিতাও চাই।