ঈগল ছেড়ে নৌকায় চড়লেন যশোর-২ আসনের এসএম হাবিব


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৩, ৩:০১ অপরাহ্ন /
ঈগল ছেড়ে নৌকায় চড়লেন যশোর-২ আসনের এসএম হাবিব

যশোর প্রতিনিধি

নৌকায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যশোর-২ আসনের (ঝিকরগাছা-চৌগাছা) স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। সোমবার দুপুর ৩টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এ নির্বাচনকে বানচাল করতে এখনও দেশি-বিদেশি চক্রান্ত চলছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সব চক্রান্ত রুখে দিয়ে সংবিধান অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র পরিচয়ে  নির্বাচনে অংশ নেওয়া দলের সঙ্গে চরম বেইমানি। এ নির্বাচনে অংশ নিয়ে সারাজীবনের মতো কলঙ্কিত হতে চাই না। এ কারণে আমি নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়াচ্ছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারও প্ররোচনা বা কেন্দ্রীয় কোনও নেতার নির্দেশে নয়, ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় নৌকা প্রতীকে সমর্থন দিয়েছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বাদশা চৌধুরীসহ ঝিকরগাছা-চৌগাছা উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা।