চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন /
চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

আশ্রয় ডেস্ক

চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী বাজার এবং বায়েজিদ বোস্তামী এলাকায় এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে পাহাড়তলী বাজারে মেসার্স বাছামিয়া সওদাগরকে ২০ হাজার টাকা এবং মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনি এলাকায় ছৈয়দ স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে টিসিবির তেল বিক্রির অপর একটি প্রতিষ্ঠানকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এ সময় সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

এর আগের দিন শনিবার (৯ ডিসেম্বর) নগরীর চৌমুহনী ও খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জেলা প্রশাসকের নির্দেশে উপজেলাতে সহকারী কমিশনার এবং নগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে ৩৩টি প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকি করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।