কক্সবাজারের ৪টি আসনে জিতলেন যারা


Assroy প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ১:১৩ অপরাহ্ন /
কক্সবাজারের ৪টি আসনে জিতলেন যারা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম হাতঘড়ি প্রতীক ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য জাফর আলম (স্বতন্ত্র প্রার্থী) ট্রাক প্রতীক ৫২ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন।

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত আশেক উল্লাহ রফিক নৌকা প্রতীক নিয়ে ৯৭ হাজার ৬০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনএম) শরীফ বাদশা নোঙ্গর প্রতীকে ৩৫ হাজার ৬১৩ ভোট পেয়েছেন।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামী লীগ মনোনীত সাইমুম সরওয়ার কমল নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৬৭ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মিজান সাঈদ (স্বতন্ত্র) ঈগল প্রতীক নিয়ে ২১ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন।

কক্সবাজার- ৪ (টেকনাফ-উখিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত শাহিনা আক্তার নৌকা প্রতীকে এক লাখ ২২ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল বশর (স্বতন্ত্র) ঈগল প্রতীক নিয়ে ৩১ হাজার ৭০৭ ভোট পেয়েছেন।

রবিবার রাতে কক্সবাজার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।