জেলার ব্রাহ্মণপাড়ায় আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় উপজেলার চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এ সময় ৫ ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বাসসকে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার চান্দলা বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ওই অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
আপনার মতামত লিখুন :