খুলনায় ছাত্রদলের মশাল মিছিল


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৩, ৫:২৭ অপরাহ্ন /
খুলনায় ছাত্রদলের মশাল মিছিল

খুলনায় মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীকে খুলনার বাসা থেকে তুলে নেওয়ার ৪৮ ঘণ্টা পর রমনা থানার পেন্ডিং মামলায় জেল হাজতে পাঠানোর প্রতিবাদ, সব বন্দিকে মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধ কর্মসূচি সফলে তারা এ মিছিল করেন।

শনিবার রাতে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন– সংগঠনটির জেলা সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, সহ-সভাপতি রহমান ও মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক শেখ ফারুক, পূর্ব রূপসা থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী জাকারিয়া, জাহিদুল ইসলাম, খাইরুল রাজু প্রমুখ।

এদিকে, খুলনা মহানগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন এক প্রেস বার্তায় জানান, খুলনায় গত ২৪ ঘণ্টায় বিএনপি ও অঙ্গ দলের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন– ২৬নং ওয়ার্ড যুবদলের শেখ অহিদুজ্জামান শুভ, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির কর্মী জাহিদুল ইসলাম, ৩০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, মতিউর রহমান বুলেট, আড়ংঘাটা থানা বিএনপি কর্মী কামরুল সরদার, ২৬নং ওয়ার্ড বিএনপি কর্মী ইমরান সরদার, খালিশপুর থানা বিএনপি কর্মী বাছেদ আলী বাচ্চু, ৩নং ওয়ার্ড যুবদল কর্মী চুন্নু শেখ, মো. আলম শেখ, মোড়লগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মো. রাকিব হোসেন, শ্রমিক দল নেতা গিয়াসউদ্দিন মাতব্বর।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার রাতে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।