গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামে ওই পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। সকাল ১০টার দিকে ইউনিট-১-এর প্রায় ৭০০ শ্রমিক বেতনের দাবিতে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন। ওই কারখানায় দেড় হাজারের মতো শ্রমিক কাজ করেন। কর্তৃপক্ষ তাদের অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ না করে বিভিন্ন সময় তারিখ দিয়ে সময় পার করেছে। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থালে পৌঁছে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পাওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘আমাদের কারখানায় মাসের হিসাবটা ভিন্নভাবে গণনা করা হয়। প্রতি মাসের ২৫ তারিখ থেকে মাসের শুরু হিসেবে গণনা হয়। কারখানা কর্তৃপক্ষ গত দুই মাস বেতন পরিশোধ করছে না। তাই আজ আমরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করি।’
ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড পোশাক কারখানা কর্তৃপক্ষে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী কমিশনার মোশারফ হোসেন বলেন, ‘বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করেছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের আশ্বাস দিয়ে অনুরোধ করার পর তারা মহাসড়ক থেকে সরে যান।’
আপনার মতামত লিখুন :