গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার কর্ত্যবরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) যমুনা আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো– স্থানীয় সফিপুর স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নীরব (১৮)। সে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে। অপরজন সফিপুর শাহিন ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের হোসেন (১৫)। সে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ গ্রামের শরিফ হোসেনের ছেলে।
এসআই যমুনা আক্তার জানান, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় টাঙ্গাইলগামী মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল ৪২-৭০৮৫) বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে সড়কে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়।
কালিয়াকৈরের নাওজোর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় ট্রাকচালক সামিউল কবিরকে (৩৪) আটক করা হয়েছে। সে রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
আপনার মতামত লিখুন :