মীরসরাই প্রতিনিধি
মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি পিকআপ এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে মীরসরাইয়ের সুফিয়ারোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মীরসরাই পৌরসভার মধ্যম তালবাড়িয়া গ্রামের বকতিয়ার খানের ছেলে ফরিদুল ইসলাম (৩৩), একই এলাকার শহীদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৮) এবং সৈয়দুল হকের ছেলে শহীদুল ইসলাম (৩২)। তাদের মধ্যে ফরিদুল ভ্যানচালক ও ইকবাল পিকআপ চালক। ইকবাল ও ফরিদুল ঘটনাস্থলে নিহত হন। শহীদুল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ সময় আহত হয়েছেন মিজানুর রহমান নামে আরও একজন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান চালক রাসেল মিয়াকে (৩৫) আটক করেছে। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ফজলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী শাকিল নাথ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুফিয়ারোড এলাকার তালবাড়িয়া সড়কের পাশে দাঁড়িয়ে একটি পিকআপ গাছ বোঝাই করছিল। কয়েকটি ব্যাটারিচালিত রিকশাও সেখানে যাত্রীর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান হঠাৎ দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দিয়ে একটি গাছে আটকে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন এবং দুই জন আহত হয়। আহতদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। কাভার্ডভ্যান চালকের চোখে ঘুম থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহতদের লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :