নাটোরে শ্রেষ্ঠ ইমামদের পুরষ্কার ও সনদ প্রদান


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৮:০৭ পূর্বাহ্ন /
নাটোরে শ্রেষ্ঠ ইমামদের পুরষ্কার ও সনদ প্রদান

আশ্রয় ডেস্ক

জেলার প্রশিক্ষিত ২৪ জন শ্রেষ্ঠ ইমামকে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ধর্মীয় নেতারা আমাদের সমাজকে বাসযোগ্য রাখতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে অনন্য ভূমিকা পালন করেন। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের পেশাগত দক্ষতার উন্নয়ন এবং আর্থিক অবস্থানকে সুসংহত করতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। ইমাম ও মুয়াজ্জিনদের জন্যে প্রশিক্ষণ এবং ঋণ ও অনুদান প্রদানের মাধ্যমে তাদের মর্যাদাকে সমুন্নত রাখা হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল হক জানান, ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত জেলার সাতটি উপজেলার ছয়জন খামার প্রতিষ্ঠাকারী ইমামসহ মোট ২৪ জন প্রশিক্ষিত শ্রেষ্ঠ ইমামকে জাতীয় পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে সনদ এবং মোট দুই লাখ ৬৪ হাজার ৪০০ টাকার চেক প্রদান করা হয়েছে।