গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নাশকতাসহ আট মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুস সামাদ মন্ডলকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি।
সোমবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার কোমরপুর বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুস সামাদ উপজেলার সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আব্দুস সামাদ মন্ডলের বিরুদ্ধে নাশকতাসহ আট মামলা রয়েছে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে কোমরপুর বাজার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আপনার মতামত লিখুন :