পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ন /
পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট গ্রামের আলম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো আলম মেম্বারের বাড়ির সালাম মিয়ার মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) এবং একই বাড়ির কাউছার মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

মৃত শিশুদের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় তিন শিশু। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় তাদের খুঁজতে গিয়ে পুকুরঘাটে জুতা পড়ে থাকতে দেখেন স্বজনরা। এরপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছিল। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’