পেট্রোল ঢেলে ট্রাকে আগুন, যুবক গ্রেফতার


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৩, ২:১১ অপরাহ্ন /
পেট্রোল ঢেলে ট্রাকে আগুন, যুবক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি রায়হান মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে জয়পুরহাট সদরের হিচমী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক। রায়হান মন্ডল হিচমী গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে।

কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, ‘বৃহস্পতিবার পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক নওগাঁয় যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পুরানাপুল রেললাইন ক্রসিংয়ে ট্রাকের গতি কমান চালক। এ সময় ১২-১৩ জন লোক এসে ট্রাকে ইটপাটকেল ও পেট্রোল নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক ট্রাকের চালক ও আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ট্রাকচালক আকাশ হোসেন বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫-৩০ জনের নামে জয়পুরহাট সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার পরই ঘটনায় জড়িতরা আত্মগোপন করে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি রায়হান মন্ডলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’