স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর-পোস্টার ছেঁড়ার অভিযোগ


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৩, ১:০৪ অপরাহ্ন /
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর-পোস্টার ছেঁড়ার অভিযোগ

মীরসরাই প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের ঈগল মার্কার নির্বাচনি অফিস ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনর্দ্দানপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনি সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘সোমবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নের জনর্দ্দানপুর এলাকায় আমাদের নির্বাচনি কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পোস্টারও ছিঁড়ে ফেলা হয়। ওই সময় কেন্দ্রে আমাদের কোনও কর্মী ছিল না। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনকে মৌখিকভাবে জানানোর পর তিনি মোবাইল কোর্ট পাঠান। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনার্দ্দনপুরে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনি অফিস ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।