যশোর প্রতিনিধি
মা-বাবা পুকুরে মাছ ধরার সময় একই পুকুরে ডুবে রজনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহত রজনীর বাবার নাম রেজাউল ইসলাম।
রেজাউল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, দুপুর ১২টার দিকে তিনি স্ত্রীসহ নিজেদের বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। রজনী তাদের ধরা মাছ দেখছিল এবং একটি পাত্রে রাখছিল। কোনও একসময় শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে দেখতে পেয়ে স্ত্রী ও স্থানীয়দের সহায়তায় রেজাউল নিজেই উদ্ধার করে রজনীকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :