বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কায় আহত ৫


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন /
বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কায় আহত ৫

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল রেলপথে বালুভর্তি ট্রাকে চাঁপাইনবাবগঞ্জগামী মেইল ট্রেনের ধাক্কায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই শহিদুল ইসলাম জানান, দুপুর সোয়া ২টার দিকে জয়দেবপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মেইল ট্রেনটি সালনা রেলক্রসিং এলাকায় পৌঁছলে রেললাইনে থাকা একটি বালুভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনে বসে থাকা পাঁচ যাত্রী আহত হন। পরে ট্রেনটি মৌচাক রেলওয়ে স্টেশনে এলে আহত যাত্রীদের নামানো হয়। তাদের হাত ও পায়ের বিভিন্ন অংশ কেটে গেছে। গুরুতর আহত দুজনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। তবে ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি।

মৌচাক রেলস্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল মেইল ট্রেনটি স্টেশনে এলে কয়েকজন আহত যাত্রী নামেন। শুনেছি সালনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে ট্রেনের সামনে বসে থাকা পাঁচ যাত্রী আহত হন। ট্রেনে ভিড় থাকায় ওইসব যাত্রী ট্রেনের সামনের অংশে বসে ছিলেন। আহতদের পরিচয় জানা যায়নি। ট্রাকটি ওই সময় কীভাবে রেললাইনে উঠেছিল আমরা সে বিষয়ে খোঁজ নিচ্ছি।’