গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে বিলের পানি থেকে রিয়ন (৬) ও তামিম মিয়া (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর কানিপাড়া গ্রামের ধারাই চতরা বিলে এ ঘটনা ঘটে।
শিশু রিয়ন ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে এবং তামিম একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশেই খেলা করছিল রিয়ন ও তামিম। পরে তাদের পাওয়া যাাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বিল থেকে তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, শিশুরা শাপলা ফুল তুলতে ওই বিলে গিয়েছিল।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘বিলের পানি থেকে দুই শিশুর মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। অসাবধনতাবশত এই ঘটনা ঘটেছে।’ শিশুদের অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :