ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের ব্রিফকেসের ভেতর থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাত (২৬) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের পুকুর পাড় থেকে ব্রিফকেসটি উদ্ধার করা হয়। সেটি খুলে দেহ পাওয়া যায়। তবে নিহত তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।
সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘পুকুর পাড়ে লাল রঙের কাপড়ের ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিফকেস খুলে দেখেন পলিথিনে মোড়ানো এক তরুণীর হাত-পা ও মাথাবিহীন দেহ দেখতে পায়। মাথা ও দুই হাত-পা ব্রিফকেসে ছিল না।’
সেন্দা গ্রামের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক ওই ব্রিফকেসটি নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। প্রতিবেশী কারও আত্মীয় ভেবে তাকে কেউ সন্দেহ করেনি। দুপুর ১২টার দিকে ব্রিফকেসটি গ্রামের একটি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ এসে নারীর হাত-পা ও মস্তকবিহীন লাশ দেহ উদ্ধার করে। তবে ওই যুবককে কেউ চিনতে পারেনি।
ওসি আসলাম হোসেন বলেন, ‘দেখে মনে হচ্ছে ওই তরুণীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে। গ্রামের কেউ তার নাম-পরিচয় আমাদের জানাতে পারেনি। পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) পুলিশের একাধিক টিম। আশা করছি, হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।’
আপনার মতামত লিখুন :