ভোট দিয়ে চিফ হুইপ বললেন, ‘শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন’


Assroy প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন /
ভোট দিয়ে চিফ হুইপ বললেন, ‘শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন’

মাদারীপুর প্রতিনিধি

ভোট দিয়ে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘এই ভোট গণতন্ত্র রক্ষা করার ভোট, সংবিধান রক্ষার ভোট। এই ভোট সবার ষড়যন্ত্রকে প্রতিহত করার ভোট। আমার বিশ্বাস সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। এই ভোটের মাধ্যমে জনগণ প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় বসাবেন।’

রবিবার (০৭ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকা শিবচরের ৪৯ নম্বর দত্তপাড়া তাহেরুন্নেছা একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেছেন তিনি। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, মাদারীপুর-১ আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, জাতীয় পার্টির মোতাহার হোসেন সিদ্দিক ও তরিকত ফেডারেশনের তোফাজ্জেল হোসেন খান। শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসন। ভোটার তিন লাখ এক হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৭ হাজার ৪২১, নারী এক লাখ ৪৩ হাজার ৭৮১ এবং হিজড়া ভোটার তিন জন।

দত্তপাড়া তাহেরুন্নেছা একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এই কেন্দ্রে তিন হাজার ৫৬৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৮১০ এবং নারী এক হাজার ৭৫৫ জন।’